আকাশ ফুঁড়ে ঝরছে যে ওই, বৃষ্টি নয় এ বৃষ্টি,
এ যে আমার চোঁখের জলধারা ।
হয়ত তুমি আসবে ভেবে, পথের পানে দৃষ্টি,
কাটছে সময় তিক্ত তোমায় ছাড়া ।

যে ঝড়ে আজ  উড়ছে ধুলো, কাপছে বৃক্ষ-সবুজ,
সে ঝড় যেন মনের মাঝেই বয় ।
সব ভূলে সে তোমায় ভাবা, হৃদয়খানি অবুঝ,
তোমায় ছাড়া কেমন করে রয় ?

সাগরে জল উঠলে ফেঁপে, শুনতে কি পাও গর্জন ?
এ যে আমার বুকের হাহাকার ।
কাঁটায় ভরা পথ মাড়িয়ে, তুমিই ছিলে অর্জন,
আঁধার ঘরে রুদ্ধ আজ দুয়ার ।


২০.০৯.১৭ ইং