তোমার কথা এখন ত আর বলছি আমি না রে,
ঐ পাড়ে তে জগত তোমার, আমি তো এই পাড়ে ।
ধূলোয় মলিন স্বপ্নগুলো,
কাঁদায় সেই যে, ছোট্ট ভুলও,
ভূলতে গিয়েও পড়ছে মনে, তোমায় বারে বারে ।

তোমার ধরায়, যে সে গড়ায়, আকাশ দেখাও তারে,
কোন্ ধরা তে, কোন্ আকাশে, এখন খোঁজো কারে ?
রঙিণ পাখি, লাল সে গোলাপ,
অলীক সবই, পাগল প্রলাপ ।
মায়ার ডোরে বাধতে শেষে, অশ্রু আঁখি ছাড়ে ।

হই তীর্থের কাক ; কে যে দেয় ডাক ; কে যেন ঐ দ্বারে,
কেউ নেই সেথা ; আছে শুধু ব্যথা ;কে যেন বুকটা ফাঁড়ে ।
ভাবছি বসে গোঁধুলী বেলায়,
কেন যে এমন জীবন খেলায়,
ভেঙে চুড়ে দিয়ে -জিতে যায় কেউ, কেউ গড়তে গিয়ে হারে ।

১৮.০৯.১৬ ইং
ঢাকা