জীবন মানে শূণ্য ঘরে - গভীর রাতে,
কষ্ট নিয়ে,  বুকের মাঝে  -একলা কাঁদি খুব ।
জীবন পথে চলছি  হেঁটে,  একলা একা -
জীবন গাঙের গভীর জলে - দিচ্ছি একা ডুব ।

গোধূলী বেলায়, নীল আকাশের পানে,
একলা শুধু চোঁখটি মেলে চাওয়া ।
ব্যর্থতা তে একলাই হা হুতাশ,
বিষাদগীতি ;একলা একাই গাওয়া ।

সামনে যখন অকুল পাথার, বিশাল পাহাড় -
পথের খোঁজে ক্লান্ত আমি, ঘাম জড়ানো দেহ ।
একলা একা ঘাম শুকোনো, পথ পেরোনো -
ব্যথার তরী একলাই বাই, বৈঠা নেয়না কেহ ।

ভুল যত সব, জীবন পাতায় -একলা আমার
শুধরিয়ে ভুল,  একলাই আবার -দাড়াই ঘুরে ।
বিপদমুখে আমি যখন, নিচ্ছে মজা সবাই,
মুখোশধারী শুভাকাঙ্ক্ষী, বাড়ছে এখন সমাজ জুড়ে।

কেউ ছিলনা সঙ্গে সেদিন ;কেউ ছিলনা,
একলা আমি পা রেখেছি ;এই ধরা তে,
একলা আবার একলা ভীষণ ; হয়ত কোন ক্ষণে,
বিদায়ধ্বনি বাজবে আবার ;যাবই চলে শূণ্য হাতে -ওই পাড়েতে ।


২৮.০৮.১৬ ইং
ঢাকা  ।