নতুন দুটি চোঁখে আজ
স্বপ্ন জাগিয়েছে সুনয়না ।
যেমন জাগিয়েছিল আমার দু'চোঁখে,
দুই হাজার বছর আগে ।
সুনয়নার ব্যাকুল চোঁখে, রেখেছিলাম চোঁখ ।
করেছিলাম শপথ,হাতে রেখে হাত-
নতুন পৃথিবী গড়ার ।
আজ দুহাজার বছর পর,
এখন দেখি সুনয়নার হাতদুটো,
লুকিয়ে আছে নতুন দুটি হাতের ভিতর ।

মধ্যরাতে সুনয়নার ফোন বাজে ।
সুনয়নার মিষ্টি কন্ঠে,
পুলকিত হয় নতুন হৃদয় ।
নব্যহস্তধারী, নব্য চক্ষুধারীর
চারিদিকে উঁকি দেয় নব্য স্বপ্নেরা ।
আমার ফোন এ ইদানীং
মেজাজ বিগড়ে যায় সুনয়নার ।
স্বপ্ন দেখানোর খেলায়,
বিঘ্ন ঘটে অবিরাম ।

চোঁখে আজ ঝাপসা দেখি,
অবশ হয়েছে দুহাত
হৃদয়ে পড়েছে মরচে ।
নতুন পৃথিবী আর গড়া হয়না
নব্য হৃদয়ধারীও পারবে না গড়তে ।

নব্য হস্তদ্বয় অবশ হবে একদিন
নব্য চক্ষুদ্বয়ের দৃষ্টিও ঝাপসা হবে একদিন ।
সুনয়না আবার খুঁজবে নতুন হাত; নতুন চোঁখ ,
সৌরভ নেবে নতুন ফুলের
আমিও দেখবনা আর অলীক স্বপ্ন ।

তবে,  সুনয়নার খেলা চলতে থাকবে,
সুনয়না ভাল থাকবে  ।


০৭.০৭.১০ ইং
বগুড়া