প্রতিরাতে, হাতে হাতে, ওরা বদলায় ।
আমাদের কোঁচকানো ভ্রূ, আহা, মরি- মরি লজ্জায় ।
গেল গেল বলে আজ, সমাজটা পুরোটা রসাতলে ।
সময় এসেছে হঠানোর ওদের - চল, দলে দলে ।
একে দাও প্রতিক্ষণে, কপালে তার কলঙ্কের দাগ ।
অগোচরে আস্বাদন নিষিদ্ধ সুখ, তারপর বল, "দূর - ভাগ্" ।
রাতের আঁধারে খুজে ফের তারেই, সান্নিধ্যের আশায়,
ভোরের আলোয় যেন তুমি সুফি- দরবেশ, চলনে ও ভাষায় ।
আর কত ছদ্ধবেশ, বল, আর কত ছল্ ?
দেখেছ কি বুকভরা ব্যথা জমা কত, ওদের, চোঁখ ভরা কত জল ?
আর কত কাল, চোঁখ ঠুকরে বেরোবে ওদের অভিশাপ ?
দায় এরিয়ে আর কত কাল ? পাবে কি বিবেকের আদালতে মাফ ?
২৯.০৭.১৬