আর বৃথা মায়াকান্না কেঁদে কি লাভ ?
তার চেয়ে বরং ভূলে যাও,
ভূলে যাও আমায় ।
অন্তরে গাঁথা সেই নাম,
নিশ্চিহ্ন করে ভূলে যাও।
ভূলে যাও আমায়,
ঝরে পরা রাতের - হাস্নাহেনার মতন ।
সূর্য থেকে আসা রৌদ্র,
যেমন করে ভূলে যায়, ভোরের শিশিরকে,
ঠিক তেমন করে ভূলে যাও ।
গ্রীষ্মের দহনে, অবসন্ন দেহে,
অনাবিল প্রশান্তি বয়ে আনা বৃক্ষকে,
যেমন করে ভূলে যায় ভ্রান্ত পথিক,
তেমন করে ভূলে যাও আমায় ।
ভূলে যাও আমায়,
স্নিগ্ধ সৌরভের -
বিসর্জিত গোলাপের মতন ।
২০০৩ ইং