মাঠভরা সোনালী ফসলের দিকে তাকিয়ে,
স্বপ্ন দেখেন বাবা।
পবনের ঝংকারে আন্দোলিত ধানের শীষের মতন -
নেচে ওঠে বাবার মনটাও।
আমার সোনার ছেলে শফিক,
অনেক বড় হবে।
সোনালী আলোয় আলোকিত
হবে বাবার মুখ।
বাবা হারিয়ে যান স্বপ্ন সমুদ্রে।
স্বপ্ন দেখে শফিকও,
সোমাকে কাছে পাবার।
চাইনিজ এ বিল দিতে না পারার ব্যর্থতা,
সোমার বিষণ্ন মুখ,
কুড়ে কুড়ে খায় শফিকের অন্তর।
তাইতো টাকা চেয়ে পিতার নিকট পুত্রের পত্র।
রক্তাক্ত, ঘর্মাক্ত তিনটে নোট পাঠান বাবা,
যেন পাজড়ের তিনটে হাড়।
চোঁখে তার সোনালী স্বপ্ন।
ক্ষেতের আইলে বসে,
আজিজ বিড়ির ধোঁয়া ছাড়েন বাবা -
যেন উড়ে যায় কষ্টগুলো,
ধোঁয়ার সাথে মিশে।
ধোঁয়া ছাড়ে শফিকও -
সাথে উড়ে যায় স্বপ্নগুলো।
শফিকের বা হাতের বেষ্টনীতে সোমা,
ডান হাতে তার জ্বলন্ত বেনসন।
২৪.০২.০৯ ইং