তোমার কথা ভাবতে গেলেই, করতে গেলেই স্মরণ,
আকাশ সমান দুঃখ যেন, হৃদয়ে রক্তক্ষরণ ।

পুরান্ খাতার পুরান্ পাতা, খুলতে  যখন যাই,
সুখগুলো সব আমায় ছাড়ে, আলোর দেখা নাই ।

নদীর সাথে, পাখির সাথে, কত কথা শত শত।
এখন শুধুই নির্বাক আমি, ব্যথা শুধু অবিরত ।
  
নতুন খাতায়,  নতুন করে, স্বপ্ন যখন আঁক,
ব্যথার পাহাড়, ধরায় যত- বক্ষে আমার রাখ ।

স্মৃতিগুলো সব হরহামেশাই, হৃদয়তীরে ভেড়ে,
খামচে ধরে নিঠুর ধরা, স্বপ্নের জ্বাল ছেড়ে ।



০১.০৪.২০১৬