যখন তুমি নিঃস্ব, খোঁজো মাথা গোজার ঠাই।
যাচ্ছে সবাই তোমায় ছেড়ে, সময় হাতে নাই।

এখন পাশে ভিড় কোলাহল - অনেক আনাগোনা,
তুমিই যেন  সূর্য ভোরের, তুমিই খাটি সোনা।

জগত টা  আজ  অদ্ভুত বড়, খুঁজছে স্বার্থ শুধু
নেই দ্বিধা হোক - অন্য জীবন মরুভূমি ধূ ধূ ।

আজকে সবার পণ যেন হয়, ভুলেই যাব স্বার্থ,
অপর ভালোয় খুঁজব যে সুখ, হৃদয়ে পরার্থ।


৩১.১০.১৫