বৈশাখ এসেছে বৈশাখ,

মাস বছর পেরিয়ে আবার দুয়ারে এসেছে বৈশাখ,

নতুন এক প্রত্যয় নিয়ে। 

যুগ পরিবর্তনের নতুন এক বার্তা নিয়ে। 

কত না পাওয়ার বেদনা,

কত না ঘুমানো রাত,

কত চোখের জলে ভেজা বালিশ,

কত হারিয়ে যাওয়া স্বপ্ন ছাড়িয়ে,

বৈশাখ আবার এসেছে, আবার ।

যেমন বৈশাখী ঝড়, সব কিছু ভেঙে চুড়ে,

উড়িয়ে নিয়ে যায় বহুদূর,

ঠিক তেমনি সকল হতাশা,ব্যর্থতার গ্লানিগুলোকে, 

উড়িয়ে নিয়ে যেতে,

সকল জড়াজীর্নতা,

সকল মিথ্যা,জুলুম, অনাচারকে ধ্বংস করে দিতে,

বৈশাখ এসেছে নতুন এক প্রেরণা নিয়ে।


আজ আবার সবাই নতুন করে জাগবে,

হৃদয়ে হবে নতুন প্রাণের সঞ্চার।

অতীতের সব দুঃখগুলোকে ভুলে,

আর একবার নতুন করে বাঁচার জন্য,

বুকের ভিতর করবে নতুন স্বপ্নের চাষাবাদ।


একটা নতুন পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে,

শুরু হবে নতুন একটি বছরের ।

একটা নতুন পৃথিবী,

যেখানে মিথ্যে নেই,

যেখানে স্বপ্ন ভাঙার যন্ত্রণা নেই,

যেখানে বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদেনা,

যেখানে মানুষে মানুষে নেই ভেদাভেদ। 

যেখানে নুসরাত, রূপা, তনু, তৃষা দের আর্তনাদে -

ভারী হয়না আকাশ বাতাস,

ঠিক এমন একটি পৃথিবী গড়ার প্রত্যয়,

আজ থেকে বুকের ভিতর থাকবে সবার ।


জীবন বৃক্ষের জীর্ণ পাতারা ঝর ঝর করে ঝরে পড়বে আজ,

নতুন সবুজ পাতায় ভরবে জীবনের ডালপালাগুলো, 

নতুন রঙে, নতুন ঢঙে, 

আবার শুরু হবে নতুন করে পথচলা, 

ভালবাসা প্রেমে, শান্তিতে সুখে,

নতুন এক পরিবর্তনের দীপ্ত শপথ,

রচিত হবে আজ,

কারণ,

বৈশাখ এসেছে দুয়ারে, বৈশাখ,

নব প্রত্যয়ে নব বর্ষ, নব বৈশাখ।