ছুটছে গাড়ি, ছুটছে গাড়ি,
ছাড়ছি যে ঘর, ছাড়ছি বাড়ি ।
ছাড়ছি মায়া, ভালবাসার টান ।
যন্ত্রের দেশে চলছি আবার -
চোঁখ ভিজেছে জলে বাবার,
বুকের ভিতর বইছে ব্যথার বান ।

বোনের চোঁখে বৃষ্টি নামে
মায়ের কি আর কান্না থামে ?
যাই তবুও, যেতেই তবু হয় ।
নিঠুর কিছু বাস্তবতায় -
আমরা সবাই আজ নিরুপায়,
এই নিয়তি পিছু ছাড়ার নয় ।


০৮.০৯.১৭ ইং