কন্যা তোমার সখায় প্রহর গোণে,
নদীর ধারে ছোট্ট ডিঙি নাও ।
কন্যা তুমি সকল কিছু ফেলে,
চুপটি করে ঘাটের পানে ধাও ।
ভুল কোরোনা, সঙ্গে এনো কন্যা,
কলস টা সেই ছোট্ট, তোমার কাঁখে,
নদীর জলে কলস ভরার ছলে,
আমার পানে একটু চেও ফাঁকে ।
নূপুর পায়ে এসো কন্যা তুমি,
খোপায় গুঁজো শুভ্র বেলী ফুল ।
ছড়িয়ে দিও আলতো করে পিঠে,
নজরকারা দীঘল কালো চুল ।
তোমার ঠোটে সঙ্গে করে এনো,
মনভোলানো জগজ্জয়ী হাসি ।
সাধ জেগেছে - হাসির স্রোতে আাজ,
এই বিকেলে একটু না হয় ভাসি ।
পাড়ের সবুজ একটু ছুঁয়ে দিও,
পিছন ফিরে তাকিয়ে খানিক থেকো ।
ফেরার বেলায়, হৃদয়খানি নিও,
খুব গোপনে অন্তঃপুরে রেখো ।
২৩.০৯.১৭ ইং