কার বুকে জমে থাকে ঘৃণা,
কে আমায় কত ভালবাসে,
হিসেবের খাতা খুলে লাভ কি ?
আমার কি যায়, কি বা আসে ?
কিছু মুখে হাসিটুকু ফোটাতে,
জলে চোঁখ কতটুকু ভাসে ?
সে হিসেব রাখে কত জনে ?
কান্না লুকিয়ে কেউও হাসে ।
শত পেয়ে অখুশি অনেকেই,
না পেয়েও কেউ থাকে পাশে ।
কেউ শুধু দিয়ে যায় আজীবন,
কারও সুখ ভোগ আর বিলাসে ।
দিতে দিতে কারও কারও দিন,
কাটে আর, ঘুরে ঘুরে আসে ।
নিজের খাতাটা থাকে শূণ্য,
আর, সপ্নের লাশ জলে ভাসে ।
১৪.১০.১৭ ইং