নিজের জন্য কখনো কষ্ট পাইনি,
তাকিয়ে দেখেছিলাম হৃদয়ে অনেকগুলো বুলেট-
তারপর হেসে রক্ত মাখা বুকে ঘুমিয়ে পড়েছিলে বারবার;
বুঝেছি রক্তের পরেও চোখের নোনা তরল আমার শার্টে-
তোমার চোখের নোনা তরল;
ঠিক তখন বুকটা শুন্য মনে হলো।
মনে হলো আমার এবার কষ্ট হচ্ছে-
বুলেট নিয়েও লাভ হলো কি!

তারপর,-
শার্টে আর তোমার ত্বকে লেগে থাকা রক্ত নিয়েও আমরা হাসলাম।।
অনেকদিন হাসলাম- একদিন গুলি বাজি হয়ে ফুটবে এই আশায়,
তারপর কি হলো জানি না;
এরপর আমার রক্তক্ষরণ হচ্ছিলো-
দেখলাম এবার অশ্রু নেই বলে কষ্ট হচ্ছে।


মানুষ বোধহয় কষ্টের মাঝে সুখ পায়
যখন রক্ত বেঁধে দেয়ার দুটো হাত থাকে;
আর দুটো থাকে অশ্রু মোছার-
মানুষ তখন সুখ পায়।।

অভিযোগ নেই, অভিমান নেই
পারলে যেটুকু দিয়েছো নিয়ে যাও,
আমার বড় কষ্ট হয় রক্তের স্রোতে-
যখন দেখি রক্তে আর অশ্রু মিশে না।।