একদিন, একদিন তোমার ঘুমন্ত শহর জ্বলন্ত মশালে সাজাব।
সোডিয়ামের কৃত্রিম আলো নয়, এই শহরে প্রানের অস্তিত্ব ফিরিয়ে দেবে আগুনের লেলিহান শিখা।
গলিয়ে দিবে অনন্ত কালের জমে থাকা অহংকার। পুড়িয়ে খাঁটি করবে তোমাদের দূষিত আত্মা।
সেখানে আবার কৃষ্ণচূড়া ফুটবে রাস্তার দুই ধারে। সেই কৃষ্ণচূড়া মনে করিয়ে দিবে তোমাদের হাজার বছরের রক্তদানের ইতিহাস।
মনে করিয়ে দিবে হাজার তিতুমীর আর হাজার প্রীতিলতাকে।
হাজার হাজার রুহুল আমিন আর মহিউদ্দিনকে।
হয়ত, সেই মশালের আলোয়,
আবার কোন নূরলদিন জেগে উঠবে।
আবারও বলবে, "চল বাহে মুক্তি লহ।"

তোমাদের এই শহরে একদিন....