কন্যা,
মম হৃদয়ের সিন্ধু কোণে তোমার স্মৃতি
         তোমার হাসি, তোমার গানে,
         তোমার সকল অভিমানে
         আমার অনুভূতি।

মনে পড়ে সে ক্ষণ, সেই সে প্রথম রোদন
        অবাক আমি, মত্তালয়ে,
        তোমার চোখের পাতার কোণে
        ভালবাসায় মন।

হৃদয় আবেগ রুধিতে নারি, কোনমতে
       স্রোতের ধারায় হারিয়ে যাওয়া।
       মনের মাঝে ধরা দেয়,
       আবেগের এই পথে।

সেদিনের সেই প্রথম হাওয়া, বুঝে না বুঝে থমকে যাওয়া
         মম প্রথম লেখার মাঝে,
                     প্রেমের স্তুতি।

বিষাদ জ্বালা এরই মাঝে অনেক হল দেয়া
         অধীর পানে চেয়ে থেকে,
          সময়গুলো গোণা।

তোমার কাছে রইল আমার সব ভালবাসা,
      সকল দিনের সকল পথের সবটুকু আশা।
রইল আরো আদরের একটু খানি জমা,
   চাইবো আজি তোমার কাছে একটুখানি ক্ষমা।