ব্যস্ত পথের পথিক মোরা
আমরা হাঁটি পথে,
ভাল আচরণ কেউ করে না
আমাদের সাথে।
পথে পথে ঘুরি মোরা
ক্ষুধার জ্বালায় মরি,
অভাব মোদের আষ্ট্রে পিষ্ট্রে
ভাঙ্গা জীবন তরী।
শহর মোদের অনেক বড়
অনেক অনেক বাড়ি,
ঘুমায় আজো পথে পথে
সব বাড়িতেই আড়ি।
খাওয়ার বলতে কুড়ানোটাই
অন্য সবই মানা,
হেসে খেলেই থাকি,- কারন,-
জীবন আছে জানা।