আমি; আকাশ পানে তাকিয়ে থাকা
তীর্থ পথের যাত্রী এক,
আমি; অনিচ্ছাতে ভেসে থাকা
নীলের গায়ে কালো মেঘ।
দিনের শেষে সর্বনেশে
সর্বহারা বাস্তুহীন,
আমি চোখ রাঙ্গানো নেশার বোঝায়
ডুবে থাকা এক অশালীন।
সর্বনেশে অমৃতস্বর আঁধার পানে ডাকছে আজ,
আমার মাঝে লুকিয়ে ছিলে গোলাপ কাঁটার সর্ব লাজ;
চাইছি আমি রাঙ্গানো দিন, নতুন করে নতুন সাজ,
কালো ঠোঁটের মাঝে তোমার গোলাপীর শান্ত রাজ।
আমি দিব্যি দিয়ে বলে দিব
আমি আজ অনর্থক,
তোমার এস্ট্রোজেনের গন্ধ মেখে
নীলে ছোটাব নতুন রথ।