কিসের এত অভিমান তোর?
একি দিগন্তমুখী হয়ে সবুজ মাঠে সূর্য দেখার আর্তনাদ!
নাকি সেই বকুল মালার মায়া ছাড়িসনি আজো?

জানিস তো আমি কষ্ট গিলে খাই,
আমার বুকে ছোট-বড়-মাঝারি সব রকমের ক্ষত রয়েছে;
একটা তটিনী নদীও আছে বহমান; যার স্রোত কূলে আছড়ে পড়ে তোর অভাবে।

আমি লাল নীল ধূসর কিংবা সবুজ সব রঙের দুঃখ দেখেছি,
আমার প্রতিটি হৃদস্পন্দন থেমে চোখের জল আটকে দিয়েছে;
তবু এতটুকু আর্তনাদ আমার আসেনি।
আজ আমার কিছুটা কষ্ট হচ্ছে; আজ কিছুটা বেশি যন্ত্রনা আমায় আঁকড়ে ধরছে ফিরে ফিরে।

আচ্ছা, কষ্ট হলে কি করিস তুই?
কিংবা রাগ বা অভিমান হলে কি করিস!  
আমার মতো বুকের ক্ষতে জমা করিস?
নাকি মেঘের মত বৃষ্টির নুপুর বাজিয়ে শান্ত হয়ে যাস;
নোনা অশ্রুর এক শব্দহীন নুপুর!

তোর অভিমান কিংবা কষ্ট আমায় একটু বাটিস,
আমার বুকে ছোট-বড়-মাঝারি অনেক ক্ষত আছে;
অনেক দুঃখ পুষব আমি।
লাল নীল সবুজ কিংবা ধুসর।