তোমার মন খারাপের রাতে
অশ্রুসজল চোখগুলো থাক স্বপ্নগুলোর সাথে,
জোনাক পোকা নাই-বা থাকুক, নাই-বা থাকুক চাঁদ,
একটা ভীরু কল্পনা থাক- ভালবাসার হাত।।

আধপোড়া মন, স্বপ্ন কথন
চোখের কোণে জল;
সবই থাকুক আনমোনা গানে-
থাকুক হাসির দল।

যখন তোমার জগৎ আঁধার
নিথর কালো ক্ষণ;
ল্যাম্পপোস্টের আলোর দলে
আমার নিমন্ত্রন,
শহরের এক জীর্ণতা শেষে-
অনেক মৃদু হাসি;
কষ্ট পেয়ে দুঃখ বলুক,
"এবার তবে আসি।" ।।