আমার অস্তিত্ব বেচে দাও কেজি-মণ ধরে,
আমার কিছুই আসবে যাবে না;
আমার আকাশের নীল ছিঁড়ে তাতে কালো মেঘের অসাড় আয়োজন ঘটাও কিংবা চুরি করো আমার রাতের তারাদের দল তাতেও আমি নির্বিকার।
আমার কবিতার খাতায় ধ্বংসাত্মক বজ্রাঘাত হানতে পারো কিংবা আঁধারের রাতে আমার সঙ্গী জোনাকিদের আড্ডায় আগুন দিতে পারো;
আমি চোখে কালো কাপড় বেঁধে সে আগুনের উত্তাপ নিতে নিতে প্রচন্ড আওয়াজে হেসে উঠে বলবো," তুমি বড্ড নির্বোধ।"
আমাকে লেখা লক্ষ বেনামি চিঠিও তুমি ছিঁড়ে ফেলতে পারো, ছুঁড়ো দিতে পারো মহকাশে থাকা লক্ষ তারার জমায়েতে; আমি মুখটি বুজে চেয়ে থাকবো পূর্ণিমায় ভেসে থাকা এক টুকরা সাদা মেঘে।