একটা খুচরো পয়সা হবে?
আমার সব আত্ম উপলব্ধি-আত্ম সম্মান কিনে নেব সেটা দিয়ে,
আধখানা টাকার পয়সাও চলে যাবে-
নামতে নামতে এত অতলে নেমে গেছি খদ্দের-ই মিলছে না যে আমাকে কিনবে।
আমার বন্ধুরা আমাকে একরোখা ভাবছে আজকাল
শুনেছি স্বার্থপরের তকমাও লেগেছে গায়ে,
আমার প্রতি বিন্দু রক্তের প্রেমিকা এখন বলে উঠলো,"হার্টলেস"
আমার নিজের কাছে আমি আত্মদ্বন্ধে পড়ে থাকা এক ভাঙ্গারী বস্তু।
একটা পয়সা হবে- একটা সিকি কিংবা আধুলি?
এই ধুলোর পৃথিবীতে আমার গুছিয়ে উঠা হলো না- পয়সা দিয়ে হয় যদি,
একবার আমি বুকে একরাশ ব্যথা কষ্ট নিয়ে নির্মমতাকে লড়াইয়ে ডাকি-
সেবার আমি চোখ রাঙ্গাতে পারতাম; আমি পয়সাটা দিয়ে সেই চোখ কিনবো।
আমি হারিয়ে যাওয়া মানুষগুলোর কাছে যে আমি আমিই ছিলাম
যে আমার মধ্যে এক বুক সাহস, দারুণ উদ্দম আর বিশ্বাস ছিলো-
সেই আমাকে কিনবো,- একটা পয়সা হলেই হবে,
একজন মানুষের দাম যারা ঠিক করে তাদের কাছে এটাই সঠিক দাম।।
একটা খুচরো পয়সা হলে আমি নিজেকে কুড়িয়ে তুলতাম
প্রেমিকার যন্ত্রনায় তাকে জড়িয়ে ধরে কাঁদতাম, বন্ধুর ব্যথায় হাত বাড়িয়ে বলতাম আমি আছি,
মায়ের তীর্থের কাক ভেসে উঠা মুখটাকে দেখে হেসে উঠতাম-
আমি নগরীর সব থেকে সুখী, সুদর্শন মানুষটি হয়ে উঠতাম।।
একটা পয়সা হবে? সিকি কিংবা আধুলি হলেই সই
এ জীবনের মূল্য আর কতই হবে?
এই খুচরোগুলো দিয়ে আমি জীবনটা ভরে ফেলতাম-
প্রেমিকার ব্যথা, বন্ধুর কষ্ট, প্রিয় মুখের হাসিতে; বলো, পয়সাটা হবে?