বুঝলা ময়না-
বুকের মধ্যে এখন আর নতুন ক্ষত হয় না,
ভালবাসি ইচ্ছে মতন, যতটা দেওন যায়
থাকলে থাইকা যাইবা- নাইলে আমায় মনে করবা ক্ষণে ক্ষণে।
শেষ অবধি কষ্ট পাইয়া যাই-
মনে কইরাই কি শান্তি আসে কও।।
বুঝলা ময়না-
ভালো আমি বাইসাই যাই;
আমি নিজেই ভাইসা যাই
কাউরেই আটকাই না।
সূর্যোদয় দেইখা ঘুমাইতে গেলে তোমারেই ভাইবা বসি,
ফেসবুকের মেমোরিতে ঊঁকি দিতে দেখি,
কিন্তু তোমারে চোক্ষে খুঁইজা পাই না।
মধ্যাহ্নভোজনের পোস্ট টাইমে কেউ গ্যাজায় না,
চার দেয়ালের ঘরে আটকাইয়া গেছি;
ল্যাম্পপোস্ট চোখে ঠাওরায় না।
শুইনা রাইখো, তুমি ভুইলা গেছো, কিন্তু,
জোনাকি আমার চোখ এড়ায় না।
সূর্যাস্তদের হলুদ আলো বোধ হয় আর দ্যাখো না,
কাশফুলের রাস্তায় বইসা না বুঝা কবিতা বোধ হয় কেউ শোনায় না
বালিকা- স্মৃতি হইয়া গেছো, পারলে বর্তমান হইও
ইতিহাস হইও না
ইতিহাস হইও না।।