বিষাদগ্রস্ত দুপুরে যখন নীলাম্বরীর বুকে সাদা মেঘ,
তখন দিগন্তের কমলা লালে মেঘ রঙ্গিন হয়েছিল।
আমি দেখতে যাইনি;
আমি জানি আমার দেখা উচিত ছিল,
কিন্তু, আমি এ-ও জানতাম, দিগন্তে তাকানো আর হতো না।
তাই আমি চোখ বুঝে কবিতা ভাবছিলাম,
এক, দুই, তিন করে প্রতিটা ছন্দ এসে জড়ো হল আমার মস্তিষ্কে-
আমি এখন দরজায় খিল এঁটেছি
নিচ্ছি গোলাপের অমূল্য সুবাস।।