আমি তোমায় সন্ধ্যা কালীন তারাদের নামে গুল্ম লতার সারল্য করে এঁকে নেব হৃদয় পটে,
অনাবৃষ্টির শেষ বিকেলের খর তাপে এক পশলা বৃষ্টি ভেবে মেখে নেব খুব আদরে।
বর্ষাতে তোমার নামে উজাড় হবে মাথা ঢাকা কচু পাতার সবুজ,
শেষ প্রান্তের হাঁটু জলে তোমার ছবি এঁকে নেব ঝুমঝুম তুলিতে।
আধ পেয়ালা বিষের যন্ত্রনা মাখা শীতের আমন্ত্রনে জড়িয়ে নেব খুব করে,
কুয়াশা ঢাকা প্রান্তরে তোমায় জড়িয়ে নিয়ে হাসব, কম্পনরত তোমার দেহে একটা উষ্ণতা বিলাবো যত্নে।
বসন্তের প্রতিটি কৃষ্ণচূঁড়া তোমার,
আমি চেঁচিয়ে বলবো," হে কৃষ্ণচূঁড়া তোর শিরায় উপশিরায় একটা নাম লিখে নে, প্রত্যেক মানুষের ধমণীর রঙ সে লাল দিয়ে তাকে রাঙ্গিয়ে দিস।"