তোমাকে মনে পড়ছে,
মনে পড়ে অনেকদিনের তোমার না দেখা মুখ-
তোমার মৃদু হাসি কল্পনা আমার মনে পড়ছে
যেমন প্যারিসের শুনশান রাজপথে, শেষ মৃত সৈনিকের মনে পড়েছে বুক পকেটের প্রেমিকাকে।
তোমার লাল শাড়ির আগুন রাঙ্গা হাসি আমার মনে পড়ছে
মনে পড়ছে চপলা নৃত্য ধ্বনি তোমার চলন বলন,
তোমার চোখের কালো আমাকে নাড়িয়ে দিচ্ছে-
যেমন করে নাড়িয়ে দিয়েছে সৈনিকের প্রেমিকার তপ্ত চুমু।
তোমার বাক পটু পাতলা ঠোঁট আমার মনে পড়ছে
মনে ঘুরছে তোমার সদ্য পলিশ করা নখ,
তোমায় না দেখা প্রহর আমায় আঘাত করছে-
যেমন করে সৈনিকের বাম বুকে আঘাত করেছিল উষ্ণ শেষ বুলেট।।