কি এক কল্পনা, কি এক জড়তা নিয়ে আমরা বসে আছি
আমাদের পাশাপাশি বসে থাকায় কোন আড়ম্বর ছিলো না কোনদিন,
কোন এক ভয়াল রাত হাতছানি দিয়ে উঠে একদিন
তারপর, আমাদের আর একসাথে বসে শূরা পান করা হয়ে ওঠেনি।
তোমার গোলাপী ঠোঁটে যেদিন থেকে কালো হতে শুরু করলো আমি তখন;
আমি তখন, তীব্র এক আর্তনাদে আত্মহারা হয়ে উঠেছি,
কি এক নেমেসিস নেমে এসেছে বিষাদের গৌধুলীতে-
তুমি ভাবতে গেলে বিষাদে ভরবে পৃথিবীর এপাশ ওপাশ।।
আমাদের ক্লান্ত আত্মচিৎকার কোথাও ঠিক পৌঁছায়নি
বাক রুদ্ধ জড়তা এসে আমাকে বন্দী করে নিয়েছিল তোমার উন্মুক্ত বক্ষে,
তারপর হতে তোমার নগ্ন তৃষ্ণায় আমি কখনো পানি হইনি
আমি আর তোমার যৌবণারসে নিজেকে সিক্ত করিনি।
আমি তোমার চোখে আর তাকাতে পারিনি,
বলো, মানুষ চোখ এভাবে ফিরিয়ে নিতে পারে?