.....................নিমগাছী, ধুনট, বগুড়া...............
পাখির মত পারবোনা উড়ে যেতে
তবুও যেন পৌঁছায় হৃদয়ের ডাক
দুস্থ বঞ্চিত মেহনতি ভৃত্যবর্গের তরে
ধনীদের অঢেল সম্পদ প্রাত্যহিক আরোহণে
নগণ্যদের ছিন্নবস্ত্র ছেঁড়া কাঁথার ঝুলি
শীতের কাতরে কাঁপছে, কত দুঃখী
মানুষ হয়েও তারা যেন পাখি ।
আমার দেশের অসৎ কিছু রাজনীতি
হয়তো বা দায়ী, এমন পরিণীতি ।
নিজের ঢেকিতে ভাঙ্গছেন ধান নয়তো চালের কলে
আটা গুড়ি আর স্বাধের পিঠা, খাচ্ছেন বারে বারে ।
ভাবছেন আপনি খুবই সহজ সরল ?
নিয়েছিলেন খোজ ? হল কি তাদের ভোজ
নেইতো তারা অনাহারে?
সত্যি আমরা স্বার্থ প্রিয় বটে
কৃপণতা যত দরিদ্রের প্রতি পথে ঘাটে হাটে মাঠে ।
আমাদের চাওয়া যতই হৌক মহৎ
কোন কাজে আসবেনা যদি না করেন
নিজেকেই নিজে পুনর্নির্মাণ রূপান্তর ।
এক এক করিয়া যদি গর্জে উঠি
এক সময় হয়ে যাব, আমরা চৌদ্দ কোটি ।
সময় থাকতে গর্জে উঠুন
দীনহীনদের পাশে দাঁড়ান ।
লেখক পরিচয়:
স্যাম্পল এবং ক্যাড সেকশন প্রধান
এইচ,ডি,এফ এ্যাপারেল্স লিঃ
জৈনাবাজার,তেলিহাতী,শ্রীপুর,গাজীপুর ।