সূর্য ওঠার মতই কিন্তু এটাও ধ্রুব সত্য—
রাজা আদায় করেই ছাড়ে প্রজার আনুগত্য৷
সূর্যি যেমন একাই ওঠে একাই আবার অস্তায়,
তেমন রাজার ওঠা-নামায় প্রজা শুধুই পস্তায়৷
জান না কি রাজা হল ভগবানের সন্তান!
তোমার কাজটি মা'র মত না গরুর মত স্তনদান৷
তুমি রাজার জন্ম দেবে, এত বড় স্পর্ধা!
এমন কথা ভাবলে মানে তোমার গেল গর্দান৷
একটু আশাও রাখা আছে ভগবানের চালটায়—
রাজার রক্ত পাঁচ বছরে নতুন করে পাল্টায়৷
স্বপ্ন দেখ এবং ভাবো পাঁচটা বছর হোকতো,
এবার একটু ভালই হবে নতুন ভরা রক্ত৷
নিয়ম মত রাজা তোমায় রক্ত দিতে ডাকবে
জানো! তোমার পাতে সেদিন ডিম আর কলা থাকবে!
নিয়ম আছে তুমি তোমার রক্ত দেবে স্বেচ্ছায়,
নিয়ম টিয়ম ওসব থাকে অলীক গল্পে কেচ্ছায়৷
বাস্তবতা.. রাজা তোমায় ইচ্ছে মত চুষবে,
স্বস্তি ভরা ঢেকুর তুলে তার পরে মুখ মুছবে৷
পাঁচ বছরে একবেলা পাও ভালো খাবার, কম্বল..
তাওতো তোমার হজম হয়না তাওতো পেটে অম্বল৷
এমন সোনার রাজ্যে আছ তবু তোমার কোন্ দুখ?
এরচে ভাল থাকতে চাইলে.. তরবারি, বন্দুক!