আকাশ তো তোর দুচোখে নন্দিনী
তোকে কি আর সুতোর বাঁধন মানায়
ওদিক থেকে ছিঁড়েছে কোন দিনই
ঝড় আছে তোর বিজলী মাখা ডানায়!
মুক্ত তবু ছিলিস কোথায় পুরো,
উড়তে গেলেই আলতো টানটা দিত,
বিশু নিজের ধৈর্য ভাঙ্গা গুঁড়োয়
উল্টো দিকের সুতোয় মাঞ্জা দিত৷
একটা চাইলি চারটে গেয়ে দিল..
বিশুর লাটাই বিশুর থেকেও পাগল৷
সত্যি তোকে বাঁধতে চেয়ে ছিল,
তুই বিরক্ত— "এ বন্ধন চাই না গো"!
আজ থেকে যা.. নিজের মত উড়িস,
আজ থেকে ফের জীবনটা তোর স্বাধীন,
স্বপ্ন গুলোর মাঞ্জা কাটা ঘুড়ি,
রাখিস না খোঁজ লাটাইয়ের বরবাদির..