বর্ষাতি মেঘ আগের মত একটু আমায় ইচ্ছে দে
জানিস..কত যুগ বয়ে যায় এই ক'বছর বিচ্ছেদে
ইচ্ছে গুলো খরচা করে খুঁজলি নাম আর যশ খালি
আজকে বুঝিস জলের দরে কিশোরবেলা ফস্কালি
রঙিন কত পুরোনো দিন, পাসনা হদিশ তার খুঁজে
নিজেকে রোজ ফাটতে দেখিস নতুন নতুন কার্তুজে
আজকে যখন আনতে রুজি রোজ দেয়ালে পিঠ ঠেকে
আজকে যখন জেনে শুনেই সত্যি ভাবিস মিথ্যেকে
তোর কাছে যা জীবন যাপন, স্বচ্ছ গরাদ বন্দি তা
জীবন মানে— বাঁচার নামে তীব্র প্রতিদ্বন্দিতা!
রাতে যখন ঘুমোতে যাস এই মায়াজাল দিস খুলে
স্বপ্ন পারে ফেরত দিতে কিশোর বেলার ইস্কুলে
বর্ষাতি মেঘ আগের মত পুরান সেসব রিস্তে দে
পুরান জলে আমাকে ফের নতুন করে ভিজতে দে