আড়াল দেখে কখন যদি তোমাকে ছুঁই, সঙ্গি..
যেমন করে হাত ধরেছে তিস্তা এবং রঙ্গিত..
একটু আমায় মেশাবে না, তোমার স্রোতের মধ্যে?
এক-দুটো লাইন জায়গা দেবে তোমার জীবন পদ্যে?
একদুটো লাইন..একদুটো ফ্রেম..সাক্ষী থাকবে ওই বেগ,
আমার যা সব তোমায় দিলে তোমার করে বইবে?
অমর দৃশ্য.. ওপর থেকে যেমন ওদের দেখছ,
এই বনানী আড়াল করছে,সবার ওপর একজন
প্রাণ ভরে তাঁর তোমায়-আমায় লিখতে চাইবে, ভাববে
এই সেরা ফ্রেম, এই সেরা লাইন, তাঁর না লেখা কাব্যের!