একটা দড়ি পড়াচ্ছ
আমার হাতে, গলাতেও,
কি ভয়ানক কড়া চোখ,
কাজল মনের তলাতে৷
গোলাপ দেবার প্রতিদান?
এ সাত মাসের প্রতিশোধ?
সস্তা দোকান মোতিদার
নিচ্ছে কত প্রতি 'শ?
কি কুক্ষণে জেগেছি!
মুখ দেখেছি যেন কার,
তারই জন্য রেগে কি
বাঁধছ আমায়, মেনকা..?
বানায় কিসে যে, ভাবি..
মগজধোলাই, পালটে যাক,
পরমাস্ত্র এ তাবিজ
যেন কাজল— কালচে দাগ
দড়িটা খুব মনোরম,
তোমার ছলাকলাতে
আছেনা একটু বড়?
পেঁচিয়ে দাও গলাতেও!