সাধ, এই আঁধারের ভিতরের গাঢ় কালো জলে ভেসে যাই,
যাইনা কোথাও শুধু ভেসে ভেসে থাকি..
অথবা ডুবে গিয়ে আকণ্ঠ পান করি ,দূরে বাজে বিষণ্ণ সানাই..
ওদিকে আগুন জ্বেলে একলা জোনাকী
ও বোধয় দহনের বিষ জ্বালা পোড়ে
শুনেছি কাঁটারই ঘা'য়ে থেমে যায় কাঁটাদের সব দাপাদাপি
সব কিছু দেখি শুনি, বড় সাধ ক'রে..
ফোসকার জল করে বের করে ফেলি সব চাপই৷
কত চাপ সরে গেলে জীবন হালকা আর বেঁচে থাকা ভারী লাগে, মাপি..