আলকেমিস্টই
ছুঁলেই খিস্তি
পুষ্প বৃৃৃৃষ্টির দিতাম বর

তোমার রাজ্যে
বাদ্যি বাজছে
ভুট্টা ভাজছে পীতাম্বর

গুজেও ঘারটা
দশটা চারটা
দিতেও পারতাম সুশিক্ষে

হামান দিস্তে
তোমার সিস্টেম
আমায় পিষতে.. মূষিককে

ফন্দি বেচে
মন দিয়েছে
পণ দিয়েছে কাজের লোক

লোহার মরচে
মানুষ মরছে
ইলিশ সর্ষে ঝাঁঝের লোভ

থাকতে দিচ্ছি
রক্তে পিচ্ছিল
তাতেও বিশ্রী ম্যানার ছিঃ!

আমিই ডক্টর
তোমার রক্তর
ওষুধ শক্ত— এন আর সি