একটাই চাঁদ ছিল পরে গেছে জলে
পুকুরের পাশে বসা ওই সাদা মেঘ
ফিরে পাবে তাকে ঠিক পুকুর শুকোলে
চেয়ে চেয়ে ভাবে, ঝরে ভেজানো আবেগ
ওই দুরে বাঁশবন পাশে মেঠো পথ
একদিন ওই পথে ছুটে যেত চাঁদ
মায়েরা তো মা'ই হয় হলই বা সৎ
চরম ব্যাথাতে যদি মিশ খেতো খাদ
কবে হবে? হতেপারে বছর ছ'সাত
সেদিনের স্টেশনের পাশে পুটুলিতে
কুয়াশায় মোরা এক ফুটফুটে চাঁদ
ঘোলা সাদা থান এলো কোলে তুলে নিতে।
সেই থেকে চাঁদ পেলো মেঘের আড়াল।
মিঠে বিকেলের মত বইছিল কাল।
কোথা থেকে কিযে হলো চাঁদ গেলো ডুবে
কেউ বলে ভেসে গেছে তিস্তায়, পূবে।
কে দেখেছে এরকম কুচকুচে রাত?
সৎ নয় সত্যি সে মায়েদের জাত।