আমাদের গর্ব ভীষন এবারে প্রথম হবোই
সেরার ওই মুকুট এবার ছিনিয়ে আমরা নোবোই
এতদিন গোপন ছিল আজ সেই তুমুল দাওয়াই
পেয়েছি হাতের মুঠোয় কে আমায় থামায় বাওয়া..
কত দেশ আসলো গেল শুরুতে চায়না ছিল
যেরকম টিক-টক-এ হয়— কে ব্যাটা স্ট্যাটাস দিল
অমনি হামলা সবার, সকলে হামলে পড়ে,
কি ভীষণ শিল্প কাজের গপাগপ টুকলি করে!
শুরুতে অস্ট্রলিয়া শুরুতে স্পেন ইতালি
শুরুতে ওরাই নিল ছিনিয়ে সবটা তালি
এ যেন জি এর মিটিং, যেন খেল অলিম্পিকের
শুরুতে বল কজন তাকাতো আমার দিকে?
যেরকম সবটাতে হয় এবারেও হলো সেটাই
শুরুতে সবার পেছন নিশানা তবু জেতাই
দাদাদের পুরান জামা অথবা যুদ্ধবিমান
পুরনোই থাকবে বরাত! আমাদের তাই অভিমান
''অভিমান করতে আছে, তুমি না উন্নতিশীল..
দাদারা স্লোগান দেবে, তুমি ভাই বাড়াও মিছিল.."
শেষে দৌড় লাগিয়ে তাও হয়েছি আজ তৃতীয়
এসে কাল প্রথম হলে আমাকে বধাই দিও
খুড়োকল ঝুলছিল বেশ, আমি তা ভেঙেছি আজ,
নামিয়ে আনছি মুকুট, রাজাদের ভাষাতে 'তাজ'
পরাটাই বাকি এখন, গুলিয়ে জয়-পরাজয়?
এ মুকুট ল্যাটিন ভাষার, যারে লোক 'করোনা' কয়!