টিমে যখন চান্স পেতে না তুমি
তোমার তখন কাজ ছিল ক্রিটিকের,
খাল কেটে কেউ ডাকতো যদি কুমীর
ছিড়তো তবে তোমার ভাগ্যে সিকে৷

এতল্লাটে ফাঁকিটা বেশ ফলে,
ওটাই অধিবাসীর প্রধান খাবার,
কতৃৃপক্ষ দেশের তলে তলে
একাএকাই ভান্ড করেন সাবাড়৷

সিংহ ভাগই নিজের জন্য রেখে
কিছু বাটেন শেয়াল শকুন ভাগে ,
কাকগুলো সব তীর্থে বসে থেকে
কা কা করে তুচ্ছ খাওয়ার রাগে৷

তোমার তখন কাজ ছিল ক্রিটিকের
জলার ধারে রোগাশোকা কুমীর,
ভাগ্যে তোমার ছিড়ল তখন সিকে
কাকের দলের নেতা হলে তুমি৷

নতুন নেতা এল নতুন বেশে,
মুখে মুখে এখন নতুন গীতি,
ফাঁকি এখন নিষিদ্ধ এই দেশে,
চাষ করা হয় কর্মসংস্কৃৃতি৷

কর্ম ফলাই পাকা ফসল কাটি
সবাই মিলে দিই দুবেলা দুয়ো,
একের বোঝা দশের হাতের লাঠি৷
কুম্ভীরাশ্রু সত্যিকারেই ভূয়ো!

প্রজায় যখন দলের নারায় ধ্বজা,
কুমির নেতার রাজ্যপাটের কোণে
খুব গোপনে দিব্যি তখন বজায়
নিষিদ্ধ যা, চাষ হচ্ছে গোপনে!

রয়াল ফসল... নামাঙ্কিত নেতার
বাকিরা সব কর্ম করো বাওআ
দুএকটা কাক চরম আদিখ্যেতায়
শকুন সেজে কিছুটা ভাগ পাওয়ার

চেষ্টা করে৷ মুখে বলে দেশের
ভাল করি এসো আমরা সবাই৷
বোকা গুলোই চেষ্টা করে, শেষে
আয়েশ করে নেতা এবং ক'ভাই!

জোর খাটিয়ে এরকম টিমগেমে
ধারধারনা দলের মানামানির
রান করনা নিজে মাঠে নেমে
কেমন তবে তোমার এ কপ্তানী?

সবার সামনে সবাই মুখোশ খুলি
তুমিও ভাই ভেক ধরে থেকো না
যাহান্নামে যাকগে এদেশ, ঠুলি
চোক্ষে লাগাও, দেখেও দেখোনা৷

দেশটা মরুক, আমরাতো চাই ভাগাড়
রাজায়-প্রজায় আমরা সবাই কীট'ই
রাজায় প্রজায় সমান কর ভাগা
এটাই নতুন আদর্শ সংস্কৃৃতি!