তোমার কেন জ্বলে!
তুমিই বোধয় কাঠি লাগাও
সমাজ গড়ার ঢোলে?
আবার জিগাও এম আর পি নেই কিনা!
তোমার কপাল ভাল, তোমায় পুলিশে দিচ্ছি না৷
আজ এসেছ ভাল
কথা কানটা খুলে শোনো
কাল এসে ফের কান খোয়ালে
আমার কিন্তু দায়িত্ব নেই কোনো৷
আমার দোকান, দামও আমার নিজের,
পেরিশেবল..
খরচা আছে ফ্রিজের৷
কুড়ি টাকা দামের জিনিস
এক্সট্রা দশই ধরি,
আঁতে তোমার ঘা লাগে কি
লাগলে তখন বলো,
আমি তখন ফ্রিতে বলি —সরি!
ইচ্ছে হলে না'ও,
নাহলে রাস্তা মাপো... চলো!