আয় আজ তোকে শরীর জুড়ে নিই,
আজকে যদি বৃষ্টি নেমেছিস
গ্রীষ্ম জুড়ে ভালোই পুড়েছি
ঝাপটা জলে তাপ জুড়িয়ে দিস৷
বৃষ্টি, ওদের চালার ঘরেও নাম,
একটু ওকে জিজ্ঞাসা কর, বল—
সেদিন যখন একসাথে ভিজতাম..
স্মৃতির গায়ে আছে সেসব জল?
বৃষ্টি জানিস তোরই অপেক্ষায়,
অপেক্ষাকেই ভালোবেসেছি,
আজকে যখন মৌসুমী যায়যায়,
এমন দিনে ঝড়তে এসেছিস!
মৌসুমী যায়.. হাত বাড়িয়ে শীত,
মেঘের মত স্মৃতিও ছারখার,
আশ্বিনে ঝড় নাড়িয়ে দিলে ভীত..
জিজ্ঞাসা কর ভিজবে কি শেষ বার!
দেবে আমায় আরেক টুকরো মেঘ,
আরেকটি বার রাখবে হাতে হাত?
তেমন হলে বাড়িয়ে দিস বেগ,
বৃষ্টি.. ঝরিস আজকে সারারাত৷