তোমার গালে মাখব বলে একমুঠো এই আবীর
কবে থেকে জমাচ্ছিলাম জানো,
শেকল হয়ে আগলালো পথ কানঝোলা নাকছাবি
হেসে বলল— রাস্তা তো আটকানো৷
সূর্যোদয়ের মতন রাঙা তোমার প্রথম সিঁথি,
আমার কাছে অস্তাচলের আকাশ,
অনেক কিছুর শুরু তাতে অনেক কিছুর ইতি৷
দূরে থেকেই তাই তাকিয়ে থাকা৷
রং লেগেছে রং লেগেছে অন্য কারোর নামের,
তোমার হাতে মেহেন্দি রাঙ্গানো৷
আমার আবীর বন্দী আছে নাম না লেখা খামে
বন্দী আছে অনেক অভিমানও৷
মরচে বোধয় ভেষজ রং, দিন ফুরোলে পড়ে,
জং মেখেছে একাকি ব্যালকনী৷
একটা কথা ভাবছি বসে এই কটা দিন ধরে—
মনখারাপের রং কি দিদিমনি?