আমি আর আমার কলম বেকার,
মিঠে তোর অভিযোগের ছ্যাকা,
কোনোদিন তোকে নিয়ে লেখার
খিদেটাই পেল না আসলে৷
তোকেতো আকরে ধরে আছি,
যেন তুই গামছা কানা মাছির..
শরীর আর জীবন কাছাকাছি,
তোকেকি খুঁজতে যাওয়া চলে?
খুঁজলে সোনার হরিণ খুঁজি৷
আসলে আমি একটু চ্যুজি!
বেকারে যখন খোঁজে রুজি...
ও লেখা একটু যেন খাটো৷
তুই আমার জীবন সাদা সিধে,
আর আমার কলম চালায় খিদে
বলি তাও কোথাও যেন বিঁধে৷
কবিতা আসলে তো নাটক৷
যে নাটক মিথ্যে কথায় লেখা,
যে লেখার আগা গোড়া মেক-আপ
যে লেখায় প্রেমের আগে ব্রেক-আপ,
আমি সেই মিথ্যে ছবি আঁকি৷
তোকে সেই নাটকে রাখিনা৷
তুই আমার অমূল্য ধন কিনা!
কলিজা যেমন থাকে সিনায়,
তুইও এই খাঁচা জুড়েই থাকিস৷