অবহেলাই দেবো, তবু দোষ নিওনা মাগো,
এই শরতে আবার আমার মায়ের মত জাগো,
শক্তি তোমায় বলে, তুমি টলবেনা আঘাতে
দশভূজাও পারবে না যা, সব কোরো দুই হাতে,
ওই দুহাতে প্রথম আমায় খাওয়াবে পেট ভরে,
শিখবো প্রথম হাটা আমি ওই দুটো হাত ধরে,
ওই দুটো হাত প্রথম আমার বর্ণপরিচয়ে..
গড়তে আমায় ওই দুটো হাত নিজেই যাবে ক্ষয়ে!
বড় হয়ে অসুর হবো, আর কি হতে পারি!
প্রথম সেদিন উজাড় হবে অন্নপূর্ণা হাড়ি।
সাঙ্গ হলে পুজো ঠাকুর ভাসিয়ে দেওয়াই প্রথা।
পুজোর পরে মূর্তি নিয়ে কে ভাবে অযথা।
তোমায় দেবো ভাসান, তোমার ঠাই হবে ফুটপাথে,
'আসছে বছর আবার..' ভেবে থাকবো অপেক্ষাতে।
এই জীবনের নাড়ীর বাঁধন যে দিয়েছে কেটে
পরেরবারে আবার তাকে ধরবি না মা পেটে?