ভালবেসেছিনু এককালে,
সে জন গিয়াছে মোরে ভুলি,
সে জন ছেড়েছে মোরে একেলা এই ধরনী তলে।
কে যেন মোরে,
বাঁধে পাছে অযাচিত প্রশ্নের জালে
তুমি কি রবে পড়ে কেবলি তাহার ও চরণতলে?
শুধিলাম তারে, শোন মন দিয়া এবারে,
সে যদি থাকিত ভুতলে
চরণেই করিতাম মুক্তি রচনা তাহাতেই পাইতাম সুখ সর্গ যতনে সাধিতাম প্রাণে।
হাইঃ সে যে নাই,
সে ছাড়িয়াছে তারে, সব ধরণী মায়া যপে
আমাকেও ছাড়িল তব কেবলি মরণ আসিল তাই।