আমি শুপ্ত, আমি বণ্হি
আমি প্রণয়ের প্রথম রাত্রি।
আমি প্রেমীকার চোখের চাতক চাহনি,
প্রেমীকের বুকের সুর,
আমি মায়ের কন্ঠে ঘুম পাড়ানির গান, সুরে সুমধুর।
আমি রন্ধ, আমি দম্ভ,
আমি করিনাকো তব পরাজয় সম অতি অবেলায় গন্য।
আমি মলিন, আমি বধির,
আমি দমকা হাওয়ায় আতকে ওঠা কৃষকের নড়বড়ে কুটির।
আমি স্বপ্ন,আমি ভংগুল,
আমি বণিকের হাতের শরবের পেয়ালা নেশাতুর কাতরে মশগুল।
আমি শুন্য, আমি পূর্ণ,
আমি যামিনীর বুকে লতিকা লতায় নুঁয়ে পড়া এক অরণ্য।