তুমি আছো বলেই-
এত সব ভালো লাগে!
শরতের আকাশে সাদা মেঘ ভাসে
ক্ষেতের আড়ালে নদীর ধারে
কাশের বনে কৃষ্ণচূড়ার ডালে-
বিকালের সোনালী রোদ ঘুমায়
ঘামে-ভেজা তোমার ভাঁজ হওয়া কপালে,
হৃদয়ের মাঝে উষ্ণতার ভিড়
প্রাণে উত্সবের আগমণ জাগে।
তুমি আছো বলেই-
এত সব ভালো লাগে!
লেকের ধারে তোমার ওড়া-আঁচল
প্রাণে তোলে ভালোবাসার ঢেউ,
দ্বীপান্তরে হারানো স্বপ্ন-মাখা সাধ
শুধু তোমায় দেখি হৃদয়-জুড়ে
প্রাণের কথা-আর জানে না কেউ।
সবই লাগে অবাক! বিশ্ব-ভুবন-
তোমার ছোঁয়ায় আকাশ যেন নূতন
বৃষ্টি নেশার ঘোরে গোধূলীর গন্ধে
সৃষ্টি নাচে তোমার নুপূরের ছন্দে
পাগল করা প্রাণে উত্সব জাগে
তুমি আছো বলেই-
এত সব ভালো লাগে!
ফাগুনে সোনালী সন্ধ্যার বাহারি রুপ
শাড়ীর রংএ মিলেমিশে একাকার,
হৃদয়ে পুড়ুক গোপন মিলনের ধুপ
মুগ্ধ নয়নে দেখি তোমার রুপের বাহার।
হাতের পেলব ছোঁয়ায় রেঙ্গে যাক নীলাকাশ
মেঘ-ধোয়া বৃষ্টি আনুক শীতল বাতাস
মুছে দিক অদেখা বিরহের জ্বালা
সাজিয়ে উত্সবের বরণের ডালা
পুলকে না রাঙ্গালে প্রাণ যে কাঁদে
তুমি আছো বলেই-
এত সব ভালো লাগে!