আমাকে বুঝতে আমি ই পাগল
আমি কার ! কেই বা আমার!
জীবন শুধু কথা বলে আপন মনে
আপনার সনে কে জানে কতদিন
থাকতে হবে ভবে আপন কাজে
ভূবনের নানান রণে নানান সাজে।
জীবন অকাতরে বাঁচতে চায়
কষ্ট আর জটিলতার সাগরে,
আশা আর পাওয়ার হাটে আপন হাতে
বিষ করছি পান মৃত্যুর দুয়ারে
তবুও জীবন ভয় পায় মৃত্যুতে।
জীবন এমনই বাঁধা মায়ার সংসারে
জেনে ও হাঁটি অজানা পথে দুর্গম রথে
বাঁচার সাধ-পুটলি হাতে জীবনের আনন্দে
তবুও ভাবি না কেন-জীবন আছে মৃত্যুর সঙ্গে।
রাস্তার শেষ প্রান্তে-তবু খুঁজি বাঁচার সাধ
শুধুই নিয়েছি দু-হাত ভরে অন্তরে
চায়নি কিছু-সেই প্রকৃতিকে দেয়া পড়েছে বাদ।
শেষ রক্ত-বিন্দুও শুধু বার বার নিতে চায়
ভাবি হায়! এ জীবন নিরুপায় বড়ো অসহায়।
তবুও জীবন কেবলই বাঁচতে চায়।