রাজনীতি শব্দটা সব থেকে সুবিধা জনক অস্ত্র
ওকে সমাজের সব রঙ এ মেশানো যায়-
ও হাসাতে কাঁদাতে সিদ্ধহস্ত-
কারণ সমাজবদ্ধ জীব সুবিধা চায়
ঐ শব্দটা পরশ পাথরের মতো
কখনও কাজ করে অগাধ কখনও অকাজ।
সংসার সমাজ দেশ বিলক্ষণ চেনে
কেমন করে আইনে বাঁধতে হয়
ওর শৃঙ্খলে সরকারি বেসরকারি বেয়াদবি,
অন্যায় করা - একটা ভদ্রস্ত বাঁচার শর্ত
দেশে বাঁচতে গেলে- ঐ শব্দটা জানতে হয়।
রাজনীতির কথা রাজনীতির পোশাক
তোমার আসল পরিচয়- সমাজ ও দেশে,
রাজকীয় সম্মান ওর যাদুতেই সম্ভব
ওর স্বীকৃতি ছাড়া সত্য অসত্য আপেক্ষিক
মূল্য পাবে শুধু ঐ শব্দটার প্রত্যক্ষ হস্তক্ষেপ।
বিচার কখনো কাঁদে না- কিন্তু ও কাঁদায়
কারণ পিছনে আছে কামারের হাঁফর
নয়কে ছয় নয়- ছয়শোও করতে পারে,
আইনের গেরো গুলো বড়ই ফসকা
প্রয়োজনে ঘেরা যায় আবার ছাড়াও
ঐ শব্দটার ব্যপ্তি বহুদূর- অনেক গভীরে।
ও রাজার সিংহাসন- একটা শুধু শব্দ নয়
কাঁপতে পারে আবার কাঁপাতেও পারে
কিন্তু ওর জন্ম জনতার আশীর্বাদ লব্ধ।
ও শুধু একটা শব্দ - শাসনের অধিকর্তা
ঐ শব্দের আসল জাদু- সমাজকে পোষমানানো।
বর্ধমান
২৫/০৬/২০২১