সেই ছিল ভালো

পারো তো ফিরিয়ে দাও
সেই কিশোর বেলা
সবার  চেনা অচেনা আদর
অথচ পৃথিবীর অবহেলা
বয়স সেটা বুঝতো না-
সেই ছিল ভালো।

যখন জানি না নিজেকে ভালো করে
দেখি সব অবাক বিশ্ময়ে
অবজ্ঞা আর হাসিতে আমি ও হাসি
খুব ভালো লাগতো সেই বয়সে
এখনো মনে হয় -অবজ্ঞা হলেও
সেই ছিল ভালো।

ভালো খারাপের জ্ঞান ছিল না মনে
অবজ্ঞা বুঝতে পারি,
ঘৃণা কেমন করে আসে
এখন যেমন বুঝি- তখন ভাবতে নারি-
জীবনের আকাশ পাতাল
তখন অচেনা ছিল বিশাল
এখন সঠিক বেঠিক সব গোলমাল
সব সুখ যেন আজ শুধু অসুখ
তখনকার হাসি আনন্দ ছেলে বেলা
জগৎ ছিল একেলা- তখন বুঝিনি
এখন জানি- সেই ছিল ভালো।

বর্ধমান
১০/০৬/২০২১