তুমি দাঁড়িয়ে আর অপেক্ষা করলে না
ভয়ের মধ্যে নিজেকে গুটিয়ে নিলে
আত্মীয় দের ভিড়ে হারাতে চাইলে,
একাকে আমি একা হতে দিলাম না
প্লাটফর্মে তমালের নিচে বেদীতে
তোমার ত্র‍্যস্ত মুখ আমার চোখে
ভিজিয়ে দিল গন্ডদেশ , কাঁপালো ঠৌট
তোমার ভীত ভালোবাসা।

আরো একবার হারলাম তোমার কাছে
আকাশ কথা বলেনি বাতাস স্তব্ধ
ক্রমেই চোখের জলে তুমি হারিয়ে যাচ্ছ
হৃদয়ে প্রিয়জনের কান্না বধির হচ্ছে
পশ্চিমের আকাশে মিশতে শুরু করেছে অন্ধকার
পাখির কলরব লাগছে ক্লান্ত
আমার ভালোবাসা কাঁদতে কাঁদতে
বলল- তুমি পারলে ফিরিয়ে দিতে!

দশ বছর আগে হেরেছিলাম- কাঁদিনি
গোলাপ গুচ্ছ মাটিতে ফেলে মাঁড়িয়েছ
তুমি কেঁদেছিলে এক সমুদ্র
আমার সে জয়কে হারালে চিরকালের মতো।

আজ তুমি-হীন হৃদয়ে শুধুই মরুভূমি,
আমি হারলাম- তুমি জিতলে কিনা জানি না
তোমার ভালোবাসা অজানা রয়ে গেল
যাকে বলা যায় স্বার্থহীন ভালোবাসা।

বর্ধমান
২৫/০৭/২০২১